তারিক ইসলাম

তারিক ইসলাম

তারিক ইসলাম সাতক্ষীরার দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামে তারিক ইসলামের জন্ম। এক উচ্ছল তরুণ। প্রচলিত শিক্ষার পথে পা ফেলে চলছেন। পিতা- মোঃ জামসেদ আলী ও মাতা- মমতাজ বেগম। দু-ভাইবোনের মধ্য বিত্ত পরিবারে বেড়ে ওঠা। জগৎ ও জীবনকে অনুসন্ধিৎসু দৃষ্টিতে দেখার আবল্য স্পৃহা তাকে লেখক হওয়ার স্বপ্ন দেখায়। জীবন, পরিবেশ, সংগ্রাম, ব্যর্থতা ও সফলতার দিকে সে তাকিয়ে থাকে নিরন্তর। বই, ব্যক্তি, অনুভব আর যাপিত জীবন থেকে সে তিল তিল করে সংগ্রহ করে তার বইয়ের উপাদেয় উপকরণ। সাহিত্যের এই বন্ধুর পথে কবিতা দিয়ে পথ চলা শুরু। সময়ের আবর্তে তাতে যুক্ত হয়েছে অনুগল্প, নিবন্ধ ও অন্যান্য জীবনবোধের রচনা। তার আগ্রহের বিষয় : দর্শন, বিজ্ঞান, ধর্ম ও সাহিত্য।

তারিক ইসলাম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon